UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা চিকিৎসায় স্টেরয়েড এড়িয়ে চলার পরামর্শ

ঊষার আলো
জানুয়ারি ১৯, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: কয়েকদিন আগেই ভারতের কোভিড টাস্ক ফোর্স বলেছিল, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ ব্যবহার করা হয়েছে। এবার তৃতীয় ঢেউ নিয়ে নির্দেশিকা প্রকাশ করল টাস্ক ফোর্স। তাতে চিকিৎসকদের উদ্দেশে বলা হয়েছে, কোভিড রোগীদের স্টেরয়েড না দিলেই ভালো হয়। কারণ তাতে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের সম্ভাবনা দেখা দেয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে নির্দেশনায় বলা হয়েছে, সংক্রমণ তিন রকমের হতে পারে। মৃদু, মাঝারি ও গুরুতর। যদি দু-তিন সপ্তাহ ধরে রোগীর কাশি থাকে, তাহলে রোগীর যক্ষ্মা হয়েছে কি না, তাও পরীক্ষা করা উচিত। গত সপ্তাহে কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পল বলেন, স্টেরয়েডের মতো ওষুধ যেভাবে ঘন ঘন ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক।

নির্দেশনায় আরও বলা হয়েছে, করোনা রোগীর শ্বাসকষ্ট না থাকলে উপসর্গ মৃদু বলে ধরে নিতে হবে। তাকে হোম আইসোলেশনে থাকতে হবে। পরে যদি শ্বাসকষ্ট হয়, প্রবল জ্বর হয়, পাঁচদিন ধরে প্রচণ্ড কাশি থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যাদের শ্বাসকষ্ট আছে এবং রক্তে অক্সিজেন লেভেল ৯০ থেকে ৯৩-এর মধ্যে ওঠানামা করছে তাদের ভর্তি হতে হবে হাসপাতালে। ওই রোগীদের অক্সিজেন সাপোর্টও দিতে হবে।

শ্বাসকষ্টের পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন যদি ৯০-এর নিচে নেমে যায় তাহলে সেই ব্যক্তির সংক্রমণ গুরুতর বলে ধরে নিতে হবে। তাকে নিয়ে যেতে হবে আইসিইউতে। তিনি রেসপিরেটরি সাপোর্টে থাকবেন।