UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ডায়াবেটিস রোগীদের ঝুঁকি বৃদ্ধি করে

usharalodesk
এপ্রিল ১৩, ২০২১ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ডায়াবেটিস রোগীরা করোনাভাইরাসে (কোভিড-১৯) বেশি আক্রান্ত হন এ তথ্যটি সঠিক নয়। যে কেউই করোনায় আক্রান্ত হতে পারেন। কিন্তু ডায়াবেটিস রোগীরা করোনা আক্রান্ত হলে বেশি জটিলতায় ভুগতে পারেন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।

এই বিষয়ে ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের কনসালটেন্ট ডা. প্রশান্ত প্রসূন দে জানান, ডায়াবেটিস রোগীর করোনাভাইরাস সংক্রমণে দেহের নানান অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা আরও বেড়ে যায়।

তিনি আরও বলেন, ডায়াবেটিস রোগীরা শুধুমাত্র যে করোনায় বেশি জটিলতায় ভোগে তা কিন্তু নয়, তারা যে কোনও ধরণের ভাইরাল ইনফেকশনেও বেশি ভোগেন।

এর কয়েকটি কারণ হিসেবে তিনি বলেন, প্রথমত ডায়াবেটিস রোগীদের রোগ-প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক মানুষের হতে কম থাকে। দ্বিতীয়ত ডায়াবেটিস রোগীদের শরীরে রক্তে প্রচুর সুগার থেকে থাকে, যার ফলে ভাইরাসটি খুবই দ্রুত বৃদ্ধি পায় বলে তিনি জানান। তৃতীয় কারণ তিনি জনান, ডায়াবেটিস রোগীদের কিছু কিছু দীর্ঘমেয়াদি জটিলতা রয়েছে, যেমন- কিডনির অসুখ ও হার্টের অসুখ। এসকল জটিলতার ভেতর করোনা আক্রান্ত হলে জটিলতাটা আরও বেড়ে যায়।

(ঊষার আলো-এফএসপি)