UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে টিকা নেয়ার বিকল্প নেই

usharalodesk
এপ্রিল ১৩, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মাস্ক বিতরণকালে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ

ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে টিকা নেয়া ও মাস্ক পরাসহ সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় নগরীতে মাস্ক বিতরণকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতৃবৃন্দ এসব কথা বলেন। এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনায় চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। সে কারণে মহামারী কোভিড-১৯ থেকে রক্ষা পেতে নিজেকে সতর্ক ও স্বাস্থ্য সচেতনভাবে চলাফেরা করতে হবে। ঘরের বাইরে বেরুলে মাস্ক ব্যবহার ও ঘরে ঢোকার পর সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে এবং গরম লবণপানির গার্গিল করতে হবে। নগরীর ধর্মসভা এলাকা, পিকচার প্যালেস, থানা মোড়, হেলাতলা মোড়, বড় বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিপংকর সাহা দিপু, মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির নেতা কমরেড মনির হোসেন, কমরেড কৃষ্ণকান্তি ঘোষ, কমরেড মোঃ মীর মানিক প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)