UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কেন্দ্র ও রাজ্যগুলিকে লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

ঊষার আলো
মে ৩, ২০২১ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে লকডাউন জারির পরামর্শ দিয়েছে দেশটির শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ মাত্রা ছাড়া হয়েছে। আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারগুলোকে নির্দেশ দিচ্ছি, সংক্রমণ রোধে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে পরিকল্পনা করতে’।
লকডাউন জারি করার পরামর্শ দেওয়ার পাশাপাশি, লকডাউনের জেরে প্রান্তিক মানুষের অসুবিধার বিষয়টিকেও নজরে রাখার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এ ব্যাপারে আদালত বলেছে, ‘প্রান্তিক মানুষের জীবনে লকডাউন যে আর্থ-সামাজিক প্রভাব ফেলে সে ব্যাপারে আমরা অবহিত। লকডাউন জারি করলে প্রান্তিক মানুষে যাতে বিপদে না পড়ে সেদিকে নজর দিতে হবে’।
দেশটিতে গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন, মারা গেছে ৩৪১৭ জন।

(ঊষার আলো- এম.এইচ)