ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশব্যাপী পুলিশের সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (২১ মার্চ) লাকসাম থানা পুলিশের উদ্যোগে র্যালি এবং মাস্ক বিতরণ করা হয়েছে।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম-মনোহরগঞ্জ সার্কেল) মো. মহিতুল ইসলাম এবং লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিনের নেতৃত্বে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তরবাজার চাঁদপুর রেলগেইট সংলগ্নে স্থাপিত মুক্তমঞ্চ হতে হ্যান্ড মাইকে জনসচেতনতামূলক শ্লোগানসহ নানান তথ্য প্রচার ও পথচারীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। এমন সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তোফাজ্জল হোসেন, উপ-পরিদর্শক মনোজ কান্তি কুরি, সহকারী উপ-পরিদর্শক ফয়েজ আহমদ, মো. জাকির হোসেনসহ পুলিশের আরও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিনে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর, লাকসাম পূর্ব, আজগরা এবং উত্তরদা ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে করোনা সচেতনতায় কর্মসূচি পালন করা হয়।
(ঊষার আলো-এফএসপি)