UsharAlo logo
মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় ঈদের জামাতে মমতার সম্প্রীতির বার্তা

koushikkln
মে ৩, ২০২২ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো ডেস্ক: সকাল থেকেই বাংলাদেশের ন্যায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বৃষ্টির মধ্যেই মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের নামাজে শামিল হয়েছেন রেড রোডে। সেখানেই উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সাধারণ মানুষের উদ্দেশে মমতা বলেন, মিথ্যে ‘আচ্ছে দিন’ নয়, সবার জন্য সত্যিকারের আচ্ছে দিন আসবে তৃণমূল সরকারের হাত ধরেই। কারণ এই সরকার লড়তে জানে। তা শুধুই কথার কথা নয়। এতদিন যেভাবে প্রশাসন সকলের পাশে দাঁড়িয়েছে, আগামী দিনেও সেভাবেই সঙ্গে থাকবে।
ঈদের দিন সকালে রেড রোড থেকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দেশের পরিস্থিতি ঠিক নেই। বিভাজন ও হিংসার রাজনীতি চলছে। কিন্তু তৃণমূল সরকার থাকতে এসব মুখ বুজে সহ্য করবে না। হিন্দু-মুসলিম-শিখ-ইশাই একসঙ্গে মিলেমিশে থাকবে’।
মঞ্চ থেকে বারবার কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘ধর্মের নামে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে সর্বত্র। দেশে বিভাজনের রাজনীতি করা হচ্ছে। কিন্তু বাংলা এভাবে ভাবে না। এখানে একসঙ্গে মিলেমিশে থাকতে জানে সবাই। এখানে সবাই সমান। তৃণমূল সরকার থাকতে এই বিভাজনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।’
বিজেপিকে নিশানা করে এরপরই মমতা বলেন, ‘দেশকে যারা টুকরো করতে চায়, হিংসা ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের ক্ষমতাচ্যুত করব। তার জন্য আপনাদের প্রার্থনা কাম্য।’
মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ অন্যান্য নেতা-মন্ত্রী। ঈদের জন্য দু’দিন ছুটিও দিয়েছে রাজ্য সরকার বলে জানান মমতা।
উল্লেখ, সোমবার খিদিরপুরের এক মসজিদে গিয়ে সকলকে ইদের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন রাজ্যবাসীকে টুইট করে ইদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। (সূত্র: বাংলাট্রিবিউন)

ঊআ-বিএস