UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতকারী যুবক গ্রেফতার

pial
নভেম্বর ২, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ রাসেল, কলাপাড়া : কলাপাড়ায় মহিপুরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোষ্ট দেয়ায় আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফসহ অজ্ঞাত ২/৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে “আরিফুল ইসলাম” নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোষ্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আইডির নাম পরিবর্তন করে রাখা হয় “চরমোনাই মুজাহিদ”। রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডিসহ মোবাইল উদ্ধার করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)