UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কলেজবাস নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

usharalodesk
জুলাই ২০, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশে কলেজবাস নিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার অভিযোগ উঠেছে তিতুমীর কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে।বুধবার কলেজ থেকে ফেরার সময় বাস না পেয়ে এ অভিযোগ করেন একাধিক শিক্ষার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক চলন্তিকা বাসে যাতায়াতকারী এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস শেষে বাসায় ফিরতে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে ছাত্রলীগের একজন জানায় আজকে বাস যাবে না। কারণ হিসেবে বলা হয় ছাত্রলীগের প্রোগ্রামে বাস নিয়ে যাওয়া হবে।’

সোনারতরী বাসে যাতায়াতকারী আরেক শিক্ষার্থী বলেন, ‘আজকে বাস যাবে না এটা আগে থেকে আমাদের বলা হয়নি। আমার ক্লাস অনেক আগেই শেষ হয়েছে, কলেজবাসে যাব বলে অপেক্ষা করছিলাম। পরে হেলপারের কাছে জানতে পারলাম আজকে বাস যাবে না। আগে থেকে জানলে আমার এতক্ষণ অপেক্ষা করা লাগতো না।’

ছাত্রলীগের প্রোগ্রামে কলেজবাস নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বাস পরিচালনা কমিটির আহ্বায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মান্নান বলেন, ‘ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সমাবেশে বাস নিয়ে গেছে এ জন্য আজকে শিক্ষার্থীরা বিকালের বাসে চলাচল করতে পারেনি। প্রিন্সিপালের অনুমতিক্রমেই ছাত্রনেতারা বাস নিয়ে গেছে।’

শিক্ষার্থীদের ভোগান্তীতে ফেলে রাজনৈতিক প্রোগ্রামে বাস নিয়ে যাওয়া নিয়ম বহির্ভূত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আসলে আমি কিছু বলতে পারব না। আমাকে প্রিন্সিপাল দিতে বলেছেন তাই দিয়েছি, এটার উত্তর প্রিন্সিপাল দিতে পারবেন।’

অথচ শিক্ষার্থীরা শিক্ষা সফরের জন্য বাস চাইলে কলেজবাস নেওয়ার নিয়ম নেই বলেও অধ্যক্ষ বিভিন্ন সময় বলেছেন।এ বিষয়ে জানতে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভি করেননি।

ঊষার আলো-এসএ