পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাড়িঘর পানিতে ডুবে গেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪/৫ ফুট পানি বেড়ে যাওয়ায় ঘর বাড়ি, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। সোমবার থেকে ৩দিন ধরে বৃষ্টি ও পানিতে তলিয়ে যাওয়ায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। এদিকে কাউখালীর বেকুটিয়া ফেরি, আমরাজুড়ি ফেরি ও সোনাকুর ফেরি পানির নিচে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। অপরদিকে সন্ধ্যা ও কচাঁ নদী রক্ষার বেরীবাধ গুলো পানির তোঁড়ে ভেঙ্গে পানিতে ভেসে যায় এলাকার মাছের ঘের ও রবি শস্যাদি এবং কৃষি ফসল।
(ঊষার আলো-এমএনএস)