UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে ট্রানেন্সফারমার চুরির হিরিক

pial
ডিসেম্বর ৭, ২০২২ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে গতকাল চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের জিবগা সাতুরিয়া গ্রামে একটি ট্রানেন্সফারমার চুরির ঘটনা ঘটছে। যার ফলে প্রায় অর্ধ শতাধিক গ্রাহক বিদ্যুত্ বঞ্চিত হয়।

জানাগেছে গত মঙ্গলবার গভির রাতে একটি ট্রানেন্সফারমার চোর চক্রের গ্রুপ kaw -2B 31 পোলে স্থাপিত ট্রানেন্সফারমার টি ডাকনা খুলে মূলবান তামার তার সহ প্রায় ৭০,০০০ টাকার অণ্যান্য মালামাল খুলেনিয়ে যায়।

এ ব্যপারে পিরোজপুর পল্লি বিদ্যুতের এ জি এম অমিত দাস বাদী হয়ে একটি কাউখালী থানায় অভিযোগ দায়ের করছেন। এব্যপারে কাউখালী পল্লি বিদ্যুতের ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান কাউখালীতে একই ভাবে এক আগেও পরপর কয়েকটি ট্রানেন্সফারমার চুরি হয়েছে। যা থানায় অভিযোগ করার পরেও কোন ট্রানেন্সফারমার উদ্বার করতে পারেনি পুলিশ। ওসি বনি আমিন জানান অভিযোগ পেয়েছি আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

(ঊষার আলো-এফএসপি)