UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউখালীতে ভালো নেই পল্লীর বেদেরা, পাশে দাঁড়ালেন মানবতার ফেরিওয়ালা খসরু

usharalodesk
মে ১, ২০২১ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : করোনা মহামারীর ২য় ঢেউর আঘাতে থমকে গেছে মানুষের জীবিকা। বিপন্ন পৃথিবীতে আজ বিপন্ন মানুষ। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের সোনাকুর গ্রামে বসবাসরত বেদে পল্লীর বেদেরা এখন মানবতার জীবনযাপন করছে। এইসব বেদেরা এই জনপদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঝাড় ফুকের কাজ করে জীবিকা নির্বাহ করত। করোনা মহামারীর কারনে এখন তাদের আয় রোজগার বন্ধ। তারা এখন পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে। তাদের ঘরে খাবার নেই তাইতো উনুনে আগুন জ্বলছে না। ঠিক তখনই এইসব অনগ্রসর পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়ালেন কাউখালী উপজেলার মানবতার ফেরিওয়ালা খসরু। তিনি শনিবার (১মে) বেদেদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান। তীব্র তাপদাহের কারনে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় তাদেরকে খাবার স্যালাইন বিতরন করেন। পরে তাদেরকে কিছু আর্থিক সহায়তা করেন। আঃ লতিফ খসরু বলেন করোনা মহামারীর কারনে এই সব মানুষের ঘরে খাদ্য অভাব রহিয়াছে। তাদেরকে খাদ্য সহায়তা দেয়ার জন্য উপজেলা প্রসাশনের কাছে আহবান জানাই।

(ঊষার আলো-এমএনএস)