পিরোজপুর প্রতিনিধি : কাউখালীতে সাহাপুরা নাঙ্গুলী প্রাথমিক বিদ্যালয় ও নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসা ও নূরানী মাদ্রাসার সামনে বকুলতলার নদীতে ঝুকিপূর্ণ ব্রীজ অপসারন করে নুতন ব্রিজ নির্মাণের দাবিতে মঙ্গলবার (০৯ মার্চ) কাউখালী ঝালকাঠী সংক্ষিপ্ত সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্কুল মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্রের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন লাংগুলি নেছারিয়া ফাযিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন অন্যান্যদের মধ্যে ব্রীজের দাবিতে বক্তব্য রাখেন নূরানী মাদ্রাসার পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রধান মুহতারিম মাওলানা মাইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় বক্তারা দাবি করেন মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান গ্রাম হবে শহর ঠিক তখন কাউখালী ঝালকাঠি সংক্ষিপ্ত সংযোগ সড়কের পাশে অবস্থিত ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট খাট দূর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবন দেখা দিয়েছে। পাশর্^বর্তী উপজেলার ব্রীজ কালভার্ট ও রাস্তাঘাট উন্নয়নে জোয়ার বইছে তখন কাউখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলো উন্নয়ন বঞ্চিত। দ্রুত সময়ের মধ্যে ঝুকিপূর্ন ব্রীজ অপসারন করে নুতন ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতেও কাজ না হলে আরো কর্মসূচী পালন করা হবে বলে আয়োজকরা জানান। ব্রীজের দুই কিলোমিটার ভিতরে অন্য কোন বিকল্প ব্রিজ না থাকায় স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও কৃষক জনতার চলার একমাত্র ভরসা এই ঝুঁকিপূর্ণ ব্রিজ। প্রায় ৩০ বছর আগে আইরন স্লাবের এই ব্রিজ নির্মাণ করা হলেও বর্তমানে অত্যাধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝুকিপূর্ন ব্রীজের ব্যাপারে তিনি অবগত না তবে সরজমিনে পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ব্রীজ নির্মানের ব্যবস্থা করা হবে।