পাইকগাছায় ভয়াবহ অগ্নিকান্ডে দুটি কাঠগোলা ও একটি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে গোলা দুটির মালিকের অন্তত ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আবাসিক বাড়ির কাঠ ঘর পুড়ে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড বাতিখালী জনতা ব্যাংকের পিছনে দুটি কাঠগোলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। কাঠগোলার পার্শ্ববর্তী বাড়ি থেকে দেবাশীষ মন্ডল তার ভাই কমলেশ মন্ডলকে আগুন লাগার ঘটনা জানান।
কমলেশ মন্ডল ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা তিনি তাৎক্ষনিক ভাবে পাইকগাছার পার্শ্ববর্তী উপজেলা কয়রা ও আশাশুনি সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করেন কিন্তু পাইকগাছা উপজেলা থেকে পার্শ্ববর্তী উপজেলার দূরত্ব ৪০ থেকে ৫০ কি:মি হওয়ায় সেখান থেকে আসতে আসতে দুটি কাঠগোলা ও একটি আবাসিক বাড়ির কাঠের ঘর পুড়ে ভস্মীভূত হয়।