UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাঠগড়ায় উঠে অঝোরে কাঁদলেন পরীমনি

ঊষার আলো
আগস্ট ১৯, ২০২১ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদক মামলায় তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ড শুনানির জন্য চিত্রনায়িকা পরীমনিকে আজ আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় উঠেই অঝোরে কাঁদতে দেখা গেছে পরীমনিকে। ওই সময় বারবার হাত দিয়ে চোখের পানি মুছতে দেখা যায় তাকে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ নায়িকাকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। পরে সাড়ে ১১টায় নেয়া হয় আদালতের কাঠগড়ায়।

এরআগে, তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ আদালতে হাজির করে রাখা হয় হাজতখানায়।

গত ১৬ আগস্ট মামলার সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে আরও ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা। আদালত শুনানির জন্য আজ (বৃহস্পতিবার) দিন ধার্য করেন।