UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে বৈঠক করেছে তালেবান ও আফগান সরকার

ঊষার আলো
জুলাই ১৮, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : তালেবান ও আফগানিস্তান সরকারের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলির সামরিক জোট ন্যাটো সেনা প্রত্যাহার শুরুর পর থেকেই আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করা শুরু করে তালেবান। দখলে বাধা দেওয়ায় আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় বহু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে।

আফগানিস্তানে চলতে থাকা লড়াই থামাতে অবশ্য বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে দোহায় বৈঠকে বসেছেন দু’পক্ষের প্রতিনিধিরা। তবে এসব বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। গতকাল শনিবার (১৭ জুলাই) বৈঠকে যোগ দিতে দোহায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও সরকারের প্রধান প্রাক্তন কার্যনির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ।

আফগান সরকারের ওই প্রতিনিধিদলের মুখপাত্র জানান, আলোচনা ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমভাবে প্রস্তুত রয়েছে তারা। তারা আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হবে।

(ঊষার আলো-এফএসপি)