ভারত এবং কানাডার মধ্যে সামগ্রিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মূলত খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে।
কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ নেতাদের টার্গেট করার ষড়যন্ত্র করছেন। সেই জবাবে দিল্লিতে নিযুক্ত কানাডা হাইকমিশনের এক কর্মকর্তাকে ওই অভিযোগের বিষয়ে এক প্রতিবাদপত্র তুলে দেয়া হয়। সেই জেরে ফের উত্তপ্ত দুই দেশের সম্পর্ক।
উল্লেখ্য, ভারতের পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের আলাদা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী জড়িত বলে দাবি করে আসছিলো ভারত।
যদিও মোদি প্রশাসনের কঠোর দমন নীতির কারণে এ আন্দোলন আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তবে, বিজেপি সরকার তৃতীয়বারের ক্ষমতায় আসার পর নিরাপত্তা ইস্যুতে আবারও নতুন করে গতি পায় খালিস্তানপন্থি আন্দোলন ইস্যু।