UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কানাডা শত্রু দেশের তালিকায় রাখলো ভারতকে

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ভারত এবং কানাডার মধ্যে সামগ্রিক সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। মূলত খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে।

কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন অভিযোগ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ নেতাদের টার্গেট করার ষড়যন্ত্র করছেন। সেই জবাবে দিল্লিতে নিযুক্ত কানাডা হাইকমিশনের এক কর্মকর্তাকে ওই অভিযোগের বিষয়ে এক প্রতিবাদপত্র তুলে দেয়া হয়। সেই জেরে ফের উত্তপ্ত দুই দেশের সম্পর্ক।

বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি কানাডা তাদের ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’ প্রকাশ করে। এতে ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে ট্রুডো সরকার। এর প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিকভাবে তাদের আক্রমণ ও ক্ষতি করার জন্য অটোয়া নতুন আরেক কৌশল হাতে নিয়েছে কানাডা।

উল্লেখ্য, ভারতের পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের আলাদা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী জড়িত বলে দাবি করে আসছিলো ভারত।

যদিও মোদি প্রশাসনের কঠোর দমন নীতির কারণে এ আন্দোলন আর মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। তবে, বিজেপি সরকার তৃতীয়বারের ক্ষমতায় আসার পর নিরাপত্তা ইস্যুতে আবারও নতুন করে গতি পায় খালিস্তানপন্থি আন্দোলন ইস্যু।