UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা

usharalodesk
আগস্ট ১৬, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সকল ধরনের বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষ এ ষোষণা দেয়।

সোমবার বার্তা সংস্থা এএনআই নিউজ জানায়,  কাবুল বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচুর মানুষের ভিড় জমেছে বিমানবন্দরে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিমান চলাচল আপাতত বন্ধ করা হয়েছে।

তার আগে কাবুলে বিমানবন্দরে গুলিতে ৫ জন নিহত হন। বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে এই নিহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, বিমানবন্দরের টারম্যাকের ওপর দিয়ে শত শত বেসামরিক আফগানের দৌড়াদৌড়ি থামাতে এই গুলি করা হয় বলে জানায় বিমানবন্দরটির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

অন্যদিকে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন কর্মকর্তা জানান, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকল ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। শুধুমাত্র অনুমতি আছে সামরিক বিমান চলাচলের।

(ঊষার আলো-এফএসপি)