UsharAlo logo
রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে শিখ মন্দিরে বিস্ফোরণ

pial
জুন ১৮, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ সম্প্রদায়ের একটি মন্দিরে বোমা হামলায় একজন উপাসক ও এক তালেবান সদস্য নিহত হয়েছে। একইসাথে নিহত হয়েছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। বিবিসি এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৮ জুন) ভোরে মন্দিরে বোমাটির বিস্ফোরণ ঘটে। ওই সময় সেখানে প্রায় ৩০ জন প্রার্থণা করছিলেন।

গরনাম সিং নামের এক স্থানীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হামলার পর তালেবানরা শিখদের মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে না।

তালেবানের একজন মুখপাত্র জানান, হামলাকারীরা ওই এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চালানোর চেষ্টা করেছিল, তবে তারা তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই বোমার বিস্ফোরণ ঘটে যায়।

গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপর থেকেই সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)