UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাবুল থেকে ভারতে ফেরা ১৬ জনের করোনা পজেটিভ

ঊষার আলো
আগস্ট ২৫, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের কাবুল থেকে ভারতে পৌঁছেছেন ৭৮ জন। এদের মধ্যে ১৬ জনের দেহে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে, সাবধানতার জন্য ৭৮ জনের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

মঙ্গলবার একটি ফ্লাইটে ৪৬ জন আফগান হিন্দু ও শিখসহ মোট ৭৮ জনকে কাবুল থেকে দিল্লিতে আনা হয়েছে। যাদের মধ্যে ৩ জন ‘গুরু গ্রন্থসাহি’ নিয়ে ফিরেছেন। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে এদের স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী। গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান কর্তৃক দখলের পর সেখানে অবস্থানরত নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ভারত। এখন পর্যন্ত আফগানিস্তান থেকে ৬২৬ জনকে ভারতে নিয়ে আসা হয়েছে এদের মধ্যে ভারতীয় নাগরিক ২২৮ জন।

(ঊষার আলো-আরএম)