UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দরে কাজে ফিরেছেন নারীরা

ঊষার আলো
সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কাজে ফিরেছেন ১২ নারী কর্মী। রোববার বার্তা সংস্থা এএফপি তথ্য জানিয়েছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানে রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। ওই সময় নতুন শাসক গোষ্ঠী জানিয়েছিল যে, কর্মস্থলের নিরাপত্তা পরিবেশ ফিরে না আসা পর্যন্ত নারীরা যেন ঘরে অবস্থান করেন। পরিস্থিতি অনুকূল হলে তাদেরকে কর্মস্থলে আবারও ফেরার নির্দেশ দেওয়া হবে। গত সপ্তাহে তালেবানরা বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়েছে। এতে নারীদের জন্য পৃথক বসার স্থান করে দিয়েছে ও শ্রেণিকক্ষে পুরুষ শিক্ষার্থী এবং তাদের মাঝে পর্দা টানিয়ে দেওয়া হয়েছে।

রাবেয়া নামে বিমানবন্দরের এক কর্মী বলেন, ‘আমি বাড়িতে দুশ্চিন্তা করছিলাম ও অনেক খারাপ অনুভব করছিলাম। এখন অনেকটা ভালো বোধ করছি।’

তালেবানের দখলের আগে কাবুল বিমানবন্দরে প্রায় ৮০ জনের বেশি নারী কাজ করতেন। আজ রোববার পর্যন্ত সেখানে ১২ জন নারী কাজে ফিরেছেন।

কাদসিয়া জামাল নামে আরেক নারী বলেন ‘আমাকে নিয়ে আমার পরিবারের লোকজন ভয় পেয়েছিল। তারা আমাকে ফিরতে নিষেধ করে। তবে আমি এখন খুশি ও নিশ্চিন্ত, এখনও কোনো সমস্যা হয়নি।’

(ঊষার আলো-এফএসপি)