UsharAlo logo
সোমবার, ২১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে ইমরানকে দেওয়া হয় মাটন মুরগি দই জুস আঙ্গুর

usharalodesk
অক্টোবর ২১, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক:আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভয়াবহ তথ্য দিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান। জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেলখানায় দুর্ব্যবহার করা হচ্ছে। তাকে খাবারের কষ্টও দেওয়া হচ্ছে। তার এমন অভিযোগের পর ইমরান খানের খাবারের মেনু প্রকাশ করেছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

এসব অভিযোগের জবাবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ইমরান খানকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, সঠিক খাবার এবং নিয়মিত ব্যায়ামের সুযোগ সহ সব সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। তার জন্য একজন পেশাদার বাবুর্চি খাবার প্রস্তুত করেন। যার মধ্যে তার স্বাদের জন্য বিস্তৃত খাবার অন্তর্ভুক্ত ছিল।

ইমরানকে কী কী খাবার দেওয়া হচ্ছে, সেসবও উল্লেখ্য করেছে কারা কর্তৃপক্ষ। যেখানে তারা জানায়, ‘খানের প্রাতঃরাশের মধ্যে রয়েছে কফি, চিয়া বীজ, বিটরুটের রস, দই, চাপাতি, বিস্কুট এবং খেজুর। দুপুরের খাবারের জন্য, তাকে ঐতিহ্যবাহী তরকারি, স্থানীয় মুরগি, চাপাতি, সালাদ, সবুজ চা এবং মাটন পরিবেশন করা হয়। রাতের খাবারের মধ্যে রয়েছে পোরিজ, নারকেল, নারকেল জুস এবং আঙ্গুর। যার সবকিছু তার সহকারী সুপারিনটেনডেন্ট তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়।

পিটিআই নেতাদের সংবাদ সম্মেলনের সময় ইমরানের সঙ্গে দুর্ব্যবহারের যে দাবি করা হয়েছিল তা খারিজ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘তার খাবার তার পছন্দ অনুযায়ী এবং কঠোর তত্ত্বাবধানে প্রস্তুত করা হয়।’

ঊষার আলো-এসএ