UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জের নলতাগামী রাস্তা থেকে মাদক কারবারি আটক

koushikkln
ডিসেম্বর ১, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রজব আলী গাজী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।  আটকৃত মাদক ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুইলপুর গ্রামের মনজুর আলী গাজীর ছেলে।
থানা সূত্রে জান যায়,  গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপ-পরিদর্শক জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে পশ্চিম নলতা শরীফ গামী পাকা রাস্তার উপর থেকে  রজব আলী গাজীর কাছে থাকা ৬০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।