UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা  অফিসারের সংবর্ধনা 

koushikkln
ডিসেম্বর ২০, ২০২২ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২০ ডিসেম্বর)  সকাল ১১ ঘটিকায়  কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল মোনায়েমের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার এবং কালিগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম,সাধারন সম্পাদক শেখ শফিউল্লাহ, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,ডা: মুজিব রুবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান,চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী,রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইউনুস আলী ও কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন শিক্ষকরাই পারেন একটি সমৃদ্ধশীল দেশ গঠন করতে,একজন স্মার্ট শিক্ষকই পারেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে। এ সময়ে তিনি কালিগঞ্জ উপজেলার শিক্ষকদেরকে  সকল সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।