UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা

koushikkln
ডিসেম্বর ২৮, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০মিনিট থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে সকাল সাড়ে ৯ টায় এনজিও সভা, সকাল ৯ টা ৪৬ মিনিটে উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সকাল ১০ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, সাড়ে ১০ টায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, সকাল ১০ টা ৪১ মিনিটে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা,  সকাল ১০ টার ৫১ মিনিটে করোনা প্রতিরোধ কমিটির সভা, সকাল ১১ টা ১৬ মিনিটে হাট/ বাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মোড়ল, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, রিপোর্টার্স ক্লাবের সদস্য আবুল কালাম বিন আকবর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।