UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভায় পরিকল্পনা প্রনয়ণ

pial
আগস্ট ৩০, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : আজ সকাল ১০:৩০ টায় কালিগঞ্জ উপজেলায় সোনার বাংলা ক্লাবে কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন-অর-রশিদ, আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সুনিতা সরকার, সাধারণ সম্পাদক মোঃ রায়হান হোসেন সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর সম্পা বিশ্বাস প্রমূখ।

উক্ত সভায় ফোরামের গঠনতন্ত্র, গত তিন মাসে ফোরামের পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন করা হয়েছে সেসব বিষয় ফোরামের সদস্যরা উপস্থাপন করেন। ফোরাম আগামী তিন মাসের কার্যক্রমের একটি পরিকল্পনা দলীয়ভাবে উপস্থাপন করেন। সকল সদস্য এসব পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করার সীদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সভাপতি বলেন, ‘যুবরা আগামী দিনের সম্পদ। যুবরা পারে সমাজকে পরিবর্তন করতে। বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক মুক্ত সমাজ গঠন, অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টি করতে যুবদের ভূমিকা অপরিসীম। এজন্য যুবদের সামাজিক কাজে এগিয়ে আসার অনুরোধ করছি।’

(ঊষার আলো-এফএসপি)