UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বগি লাইনচ্যুত : ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

pial
মে ২৮, ২০২২ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : গাজীপুরের কালিয়াকৈরে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ১০ ঘণ্টা ধরে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে শনিবার (২৮ মে) সকাল ৯টা পর্যন্ত চরম দুর্ভোগে আছেন যাত্রীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও যাত্রী সূত্রে জানায়, জয়দেবপুর-রাজশাহী রেল লাইনের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২টি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। শুক্রবার(২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেল স্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে।

জয়দেবপুর, মৌচাক, কালিয়াকৈর হাইটেক সিট, টাঙ্গাইলের মির্জাপুরসহ উত্তরবঙ্গের বিভিন্ন রেলস্টেশনে আটকে আছে ট্রেন। শনিবার সকাল ৯টা পর্যন্ত চরম দুর্ভোগে পড়েছেন লাইনচ্যুত ট্রেনসহ বিভিন্ন ট্রেনের যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন পার হওয়ার পর ইঞ্জিনসহ ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়। খবর পাওয়ার পর থেকেই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন। আশা করছি খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

(ঊষার আলো-এসএইস)