UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জ ইউপি নির্বাচন: নৌকার প্রার্থীরা ৫, স্বতন্ত্র ১

usharalodesk
জুন ২১, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে পাঁচটিতেই নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে তিন ইউনিয়নে নৌকা মার্কা বিজয়ী হলেও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। দুটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের দুই প্রার্থী। গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ইস্তেফাজুল হক আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন, বক্তারপুর ইউনিয়নে আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালীয়া ইউনিয়নে গাজী সারোয়ার হোসেন, বাহাদুরসাদী ইউনিয়নে শাহাব উদ্দিন আহমেদ। স্বতন্ত্র প্রার্থী খাইরুল আলম (মোটরসাইকেল) বিজয়ী হন।
এদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তুমলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের আবু বকর মিয়া বাক্কু এবং মোক্তারপুর ইউনিয়নে ইউনিয়নে আলমগীর হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এর আগেই নির্বাচিত ধোষনা করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নূর জানান, কালীগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে সদ্য সমাপ্ত হলো কালীগঞ্জ পৌরসভার নির্বাচন। নাগরী ইউনিয়নের সীমানা জটিলতার কারণে এ দফায় ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বাকী ৬টি ইউনিয়নে (তুমলিয়া, বক্তারপুর, জাঙ্গালীয়া, মোক্তারপুর, জামালপুর ও বাহাদুরসাদী) ৭৪ টি কেন্দ্রের ৪৫৪ টি কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৯ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ১৮৬ এবং মহিলা ৭৮ হাজার ৪৩৮ জন।
নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত আসনে ৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ১৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ৫ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, ৯ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিলেন। এছাড়া পুলিশ, আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ যৌথভাবে কাজ করেন।
(ঊষার আলো-এমএনএস)