UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু

usharalodesk
সেপ্টেম্বর ৪, ২০২১ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কাল (রোববার) থেকে ভারতের সাথে দেশের আকাশপথে যোগাযোগ শুরুর বিষয়টি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ-ভারতের মধ্যে ফ্লাইট চলাচল শুরু হবে। আগামীকাল থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সও ভারতে তাদের ফ্লাইট ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার ভারতীয় কর্তৃপক্ষকে এ সংক্রান্ত ১টি চিঠিতে ৪ সেপ্টেম্বর থেকে ২ দেশের মধ্যে ফ্লাইট চলাচলের বিষয়ে সম্মতি দেয় বেবিচক। এর আগে, ২ দফায় সময় পেছালো এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশের সাথে ভারতের বেসামরিক বিমান চলাচলের তারিখ।

(ঊষার আলো-আরএম)