UsharAlo logo
শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কাশিয়ানীতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক, হেলপারসহ ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায কাভার্ডভ্যান চালক মারা যান।

এ দুর্ঘটনার ফলে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

ঊষার আলো-এসএ