UsharAlo logo
বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে বাসের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

usharalodesk
অক্টোবর ১৭, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় সাইফুল শেখ (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল শেখ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের মোতালেব শেখের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ওসি আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানিয়েছেন, ওই নির্মাণ শ্রমিক মহাসড়কের পাশে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার এলাকায় কালভার্টের পাশে সংস্কার কাজ করছিলেন। সকাল ৯ টার দিকে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করতে পারলেও বাসের চালক পালিয়েছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ