UsharAlo logo
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরে স্কুলে হামলায় ২ শিক্ষকের মৃত্যু

ঊষার আলো
অক্টোবর ৭, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে জঙ্গি হামলায় স্কুলের অধ্যক্ষসহ ২ শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৭ অক্টোবর)শ্রীনগরের সাফা কাদাল এলাকায় একটি সরকারি স্কুলে হামলা চালায় কয়েকজন জঙ্গি। মৃতরা হলেন, স্কুলের অধ্যক্ষ সুপ্রিন্দ্র কউর (৪৪) এবং দীপক চাঁদ (৩৮)। তবে এখনও কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

হামলায় নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, শ্রীনগর থেকে খারাপ খবর এসেছে। এবার একটি সরকারি স্কুলের ২ শিক্ষককে  হত্যা করেছে জঙ্গিরা। অমানবিক এই সন্ত্রাসের নিন্দার কোনো ভাষা নেই। দুই শিক্ষকের আত্মার শান্তি কামনা করছি।

 

(ঊষার আলো-আরএম)