কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে ম্যুরাল নির্মাণ কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। উপজেলা নির্বাহী অফিসারের অফিস ভবনের সম্মুখে এই ম্যুরালকে কেন্দ্র করে নান্দনিক উন্মুক্ত চত্ত্বর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরাল নির্মাণ কাজ উদ্বোধনের সময় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান লালুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-এমএনএস)