UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমারখালী থেকে অপহরণ হওয়া শিক্ষার্থী কুয়াকাটার আবাসিক হোটেল থেকে উদ্ধার

usharalodesk
এপ্রিল ৩, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পর্যটন কেন্দ্র কুয়াকাটার ‘সী ভিউ’ আবাসিক হোটেল থেকে কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহরণ হওয়া নবম শ্রেণির ১ শিক্ষার্থীকে উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এসময়ে অপহরণ মামলার প্রধান আসামী মো. সেলিম নামের ১ যুবককে আটক করা হয়েছে। আজ সকালে অপহরণকারী যুবককে এবং শিক্ষার্থীকে কুমারখালী থানার এসআই মো. আরিফুর রহমানের কাছে হস্তান্তর করেছে মহিপুর থানা পুলিশ।
গত ৩১ মার্চ কুমারখালী থানায় অপহৃত কিশোরীর মায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বিকালে কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থী প্রাইভেট পড়ার জন্য যাওয়ার পথে সিএনজি যোগে মো. সেলিম অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যান।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, কুমারখালী থানা পুলিশের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ গতকাল শুক্রবার দুপুরে কুয়াকাটা সৈকত-সংলগ্ন ‘সী ভিউ’ নামের একটি আবাসিক হোটেল থেকে কিশোরীকে উদ্ধার এবং অপহরণ মামলার একমাত্র আসামিকে আটক করে। উদ্ধার হওয়া কিশোরীকে এবং মামলার আসামিকে আইনী প্রক্রিয়ায় কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)