UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার ঘটনায় জড়িতরা চিহ্নিত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঊষার আলো
অক্টোবর ২১, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুমিল্লার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং ইন্ধনদাতাদের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোহিঙ্গাদের বিষয়ে জাতীয় কমিটির সভা শেষে তিনি একথা জানান।

মন্ত্রী বলেন, ‘দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। দেশে এখন কোনো আতঙ্ক নেই। সম্প্রতি হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, তাদের সবাইকে পুনর্বাসন করা হবে। দেশের প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এতে প্রত্যেক ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।’

তিনি বলেন, ‘কুমিল্লায় অন্যের ধর্মকে হেয় করতে যেয়ে পবিত্র কোরআনকে অবমাননা করা হয়েছে। ধর্ম অবমাননাকারীদের অবশ্যই বিচার হবে।’

(ঊষার আলো-আরএম)