UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় কেরোসিন তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

pial
মে ২৭, ২০২২ ৫:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কুমিল্লায় রেলস্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কেরোসিন তেল বোঝাই ট্যাংক ওয়াগন ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে রেলস্টেশনের অদূরে শাসনগাছা রেলগেটে ট্রেনের ৯ম বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে আলেখারচর বিশ্বরোড থেকে কান্দিরপাড় সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ফ্লাইওভার দিয়ে যানচলাচল সচল রয়েছে।

কুমিল্লা রেলওয়ের প্রকৌশল বিভাগের প্রধান মোরসালিনুল রহমান জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি স্টেশন এলাকাতে হওয়ায় অন্য লাইনে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

(ঊষার আলো-এসএইস)