ঊষার আলো ডেক্স : কুমিল্লা রেলওয়ে স্টেশনে দৌড়ে এসে চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান এক নারী। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে রেললাইনের পাশে পড়ে যান তিনি। তার একটি ভিডিও ফুটেজ শুক্রবার (১৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ট্রেন চলে গেলে আহত অবস্থায় স্থানীয়দের সাহায্যে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর তিনি বর্তমানে সুস্থ্য আছেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৯টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি কুমিল্লা স্টেশনে ঢোকার সময় প্ল্যাটফর্ম থেকে এক নারী দৌড়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে ট্রেনটি তাকে সামনের দিকে নিয়ে যায়। এদিকে দাঁড়িয়ে থাকা অন্য যাত্রীরা চিৎকার করতে থাকেন।
জানা যায়, ওই নারীর নাম বেবি বেগম এবং তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা।
কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন বলেন, ’আমরা আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি ও শুক্রবার সকালে দেখতে গিয়েছি। তিনি এখন ভালো আছেন। তবে বাম পায়ে বেশি ব্যথা পেয়েছেন। উনি কি আত্মহত্যার চেষ্টা করছিলেন নাকি দুর্ঘটনা সেটা সুস্থ্য হওয়ার পর জানতে পারব।’
(ঊষার আলো-এসএইস)