ঊষার আলো রিপোর্ট : কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) নোয়াখালী-লাকসাম রেললাইনের দক্ষিণ খিলা তুগুরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল আলিম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হওয়ার খবর পেয়েছি।
আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে নিহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
ঊষার আলো-এসএ