UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ২ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

pial
জুন ১৫, ২০২২ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ভোট কেনার জন্য টাকা বিতরণের সময় ২ কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুন) গভীর রাতে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল স্কুলের সামনে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান।

স্থানীয়রা বলেন, কাটাবিল এলাকার লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আরমানুর রহমান আরমানের লোকজন টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলো। এই সময় করাত প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের লোকজন বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটে।

আর এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবিরের ৩ কর্মী- উজ্জল, রাফি ও শাওন আহত হয়। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে লাটিম প্রতীকের প্রার্থী আরমানুর রহমান আরমানের ফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

(ঊষার আলো-এসএইস)