UsharAlo logo
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

ঊষার আলো
ডিসেম্বর ২১, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়ার মিরপুরে তামাক ক্ষেত থেকে জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকও করা হয়েছে।বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বহলবাড়ীয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জসিম ওই গ্রামের সুরুজ কবিরাজের ছেলে জসিম উদ্দিন।জানা গেছে, সকালে স্থানীয় একজন কৃষক তামাক ক্ষেতে পানি দেওয়ার সময় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক জসিম মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসবাদের জন্য হানিফ নামে একজনকে আটক করা হয়েছে। জসিমের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ঊষার আলো-এসএ