কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বুধবার (১৪ এপ্রিল) সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মহনপুর গ্রামের জিকে ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
জানা গেছে, সকালে উপজেলার মহনপুর গ্রামের জিকে ক্যানেলে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির পোড়ানো লাশ উদ্ধার করে।
ওসি গোলাম মোস্তফা বলেন, জিকে ক্যানেলে লাশ দেখতে পান স্থানীয়রা। তাদের খবর পেয়ে মিরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)