UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৭

usharalodesk
ডিসেম্বর ১৯, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা নিয়ে কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন।

রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে বিশ্বকাপ ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জেতার করার পরই এই সংঘর্ষ ঘটে।

আহতদের পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলী (৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। খেলা দেখতে আসা ব্রাজিলের সমর্থকেরা এই খেলায় ফ্রান্সের সমর্থন করতে থাকে। আর্জেন্টিনা দুই গোলে দেওয়ার পর ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ফ্রান্স আর্জেন্টিনার দেওয়া দুই গোল শোধ দিলে ব্রাজিলের ওই সমর্থকেরা আবারও ওই স্থানে এসে জড়ো হয়ে বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

খেলা শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয়লাভ করলে আর্জেন্টিনার সমর্থকেরা নাচানাচি শুরু করে। নাচানাচির সময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। পরে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি।

ঊষার আলো-এসএ