UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৫ মাসের শিশু

usharalodesk
জুলাই ১০, ২০২১ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : এবার কুষ্টিয়ায় ৫ মাস বয়সী ১টি শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তার নাম আয়েশা খাতুন। শনিবার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২২ জুন জেলায় প্রিন্স নামে দেড় মাস বয়সী ১টি শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। বর্তমানে সে সুস্থ হয়ে উঠেছে।
করোনা আক্রান্ত আয়েশার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার ৭৫ আমিনুল হক বাদশা সড়কে।
গত ৮ জুলাই বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যকেন্দ্রে র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনা শনাক্ত হয়।
আয়েশার চাচা হাফিজুর রহমান বলেছেন, ‘১ সপ্তাহ ধরে পরিবারের অন্য সদস্যদের ঠান্ডা-জ্বর ছিল। বুধবার নমুনা পরীক্ষা করলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে বৃহস্পতিবার আয়েশার নমুনা পরীক্ষা করালে তারও পজিটিভ এসেছে।’
পরিবারের সদস্যরা বলেন, আয়েশার শরীরে এখন কোনও উপসর্গ নেই। আগে জ্বর ছিল। বর্তমানে জ্বর চলে গেছে। সে নিয়মিত খাওয়া-দাওয়া ও খেলাধুলা করছে। তার পরিবারের অন্য সদস্যরাও ভালো রয়েছে।
এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইনজামুল হক বলেছেন, ‘শিশুটির শরীরে সামান্য জ্বর ছাড়া আর কোনও লক্ষণ নেই। সে ভালো রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
সিভিল সার্জন বলেছে, গত মাসে দেড় মাস বয়সী ১টি শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটি সুস্থ হয়ে উঠেছে। ভয়ের কিছু নেই। দেশে অনেক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে। চিকিৎসায় তারা সুস্থ হয়ে যায়। আয়েশা নামের শিশুটি পরিবারের সংস্পর্শে সংক্রমিত হতে পারে।

(ঊষার আলো- এম.এইচ)