UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় নকল পণ্য তৈরী করায় জেল ও জরিমানা

ঊষার আলো
এপ্রিল ১৮, ২০২১ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুষ্টিয়া শহরের হরিশংপুর এলাকায় রোববার (১৮ এপ্রিল) এমএন্ডএইচ নামের অবৈধ পণ্য প্রস্তুত কারখানায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় একজনকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড ও অপর একজনকে ১ লক্ষ টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসানের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
একই সাথে বিপুল পরিমাণ নকল ও মান নিয়ন্ত্রণহীন কেমিক্যাল ও পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়। আসামীরা একটি গোপন বাসায় ল্যাব ও কেমিস্ট ছাড়াই হ্যান্ডস্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, ডিটারজেন্ট, টয়লেটস ক্লিনার, টাইলস ক্লিনারসহ প্রায় ২২ ধরণের নকল পণ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো।
অপর আরেকটি অভিযানে মেয়াদ উত্তীর্ন কোমল পানীয় ও মিনারেল ওয়াটার সংরক্ষণের দায়ে একজন পরিবেশককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৫৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ এ সময় প্রায় ১ হাজার বোতল কোমল পানীয় ও মিনারেল ওয়াটার ধ্বংস করা হয়৷
অভিযান পরিচালনাকালে মেজর মাহফুজুর রহমান, কোম্পানি কমান্ডার, র‍্যাব-১২, কুষ্টিয়া ও তাঁর চৌকস বাহিনী এবং রেবেকা সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া সহ আরও অনেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন৷

(ঊষার আলো-এমএনএস)