UsharAlo logo
রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

usharalodesk
মে ২৯, ২০২১ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুষ্টিয়ার খোকসায় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী ইউনুস আলী প্রামানিক (৬৮) নামে ১ ব্যক্তি নিহত হয়েছে।
আজ ২৯ মে শনিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে এই ঘটনাটি ঘটেছে।
নিহত ইউনুস আলী প্রামানিক খোকসা ইউনিয়নের দুবরাজপুর গ্রামের মৃত চতুর আলি প্রামানিকের ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শনিবার সকালে মোহাম্মদ ইউনুস আলী প্রামানিক বাড়ি থেকে বাইসাইকেলে করে বাজারে আসার পথে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বরকত উল্লাহ ফিলিং স্টেশনের সামনে রাজবাড়ী গামী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেল কে পিছন দিক দিয়ে স্বজোরে আঘাত করে পালিয়ে যায়। নিশান ডিলাক্স ( ঢাকা মেট্রো -০২- ০৩০১) এই নাম্বার গাড়ি টি তাকে ধাক্কা দেয় বলে তিনি জানায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

(ঊষার আলো- এম.এইচ)