UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা সৈকতে ৩ সপ্তাহে ৫ মৃত ডলফিন

ঊষার আলো
আগস্ট ২২, ২০২১ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকতে ১২ ঘন্টার ব্যবধানে আবার ভেসে এসেছে ৭ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন।

শুক্রবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সৈকতে আরো ২ টি মৃত ডলফিন ভেসে আসে। তার আগে গত ৯ আগস্ট সৈকতে ভেসে আসে আরো দুটি মৃত ডলফিন। এ নিয়ে এমাসেই সৈকতে ভেসে এলো ৫টি মৃত ডলফিন।

শনিবার (২১ আগস্ট) দুপুর ২ টায় সৈকতের ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি ভেসে আসে।

জানা যায়, ডলফিনটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও এটির লেজের অংশে জাল পেচানো ছিল। জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ইরাবতি, পরপয়েশ ও শুশক প্রজাতির বেশ কয়েকটি ডলফিন এর আগেও সৈকতে ভেসে এসেছে। ডলফিন মৃত্যুর কারণ অনুসন্ধান করা প্রয়োজন। বন্য প্রাণী আইনে জটিলতা থাকায়, ডলফিনটি মাটিচাপা দিতে বলা হয়েছে। এ বছর মোট ১০টি মৃত ডলফিন সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে আসতে দেখা গেছে।