UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক মোজাহের হত্যার ঘটনায় মামলা হয়নি, জড়িত সন্দেহে আটক ৩

pial
জানুয়ারি ৮, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলার আলীপুর গ্রামে জমি ও মাছের ঘের নিয়ে পুর্ব-বিরোধে কৃষক মোজাহের মোল্লা কে হত্যার ঘটনায় মামলা হয়নি। প্রকাশ্য দিবালোকে এ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জন কে আটক করেছে।

আটককৃতরা হলো পাশ্ববর্ত্তি চিতলমারী আদিখালী গ্রামের আজিজ গাজী (৪৭) তার ছেলে নাইম গাজী (১৮) এবং একই উপজেলার নাসিরপুর গ্রামের মৃত সামাদ সেখের ছেলে জাকির সেখ (৪০)। একই ইস্যুতে বিগত সময়ে কয়েক দফা দুই পক্ষে সংঘর্ষ হওয়ার পরও আইনগত কোন সুরাহা না হওয়ায় অবশেষে শনিবার সকালে এক পক্ষরা প্রকাশ্য দিবালোকে কৃষক মোজাহের মোল্লা কে রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে দাফন সম্পন্ন হয়। তবে রবিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া থানা কোন মামলা হয় নি। কচুয়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, নিহতের পরিবার থেকে এজাহার নিয়ে আসে নাই। আমরা জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)