UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেইউজে ও যুবলীগের  ঐতিহাসিক ৭ই মার্চ পালন

usharalo
মার্চ ৭, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রবিবার (০৭ মার্চ) কর্মসূচি পালন করেছে খুলনা সাংবাদিকি ইউনিয়ন (কেইউজে) ও জেলা যুবলীগ।

সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেস ক্লাবস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে  সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ’র সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, নির্বাহী সদস্য বিমল সাহা, সদস্য ওয়াহেদ উজ জামান বুলু, আসাদুজ্জামান রিয়াজ, দেবব্রত রায়, শেখ আব্দুল্লাহ, দিলীপ বর্মণ, রিতা রাণী দাস, শরিফুল ইসলাম বনি, এস এম বাহাউদ্দিন, হেলাল মোল্লা, সাংবাদিক শেখ মো. সেলিম।

অপরদিকে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ৮টায় খুলনা প্রেসক্লাবস্থ জাতির পিতার ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা জামিল খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জসিম উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্রীড়া সম্পাদক শেখ রাসেল কবির, যুবলীগ নেতা হারুন অর রশিদ, মাহফুজুর রহমান সোহাগ, বিধান রায়, রবিউল ইসলাম, মফিজুর রহমান, তালিউর রহমান সানি, বিবেক রায়, কবির আহম্মদ মনা, আশফাকুর রহমান রাজিব, শাহনেওয়াজ কবির টিংকু, আল মোমিন লিটন, তাপস জোয়ার্দার, শামীম সরদার, শাহরিয়া, সম্রাট, সুমন ও ইমন প্রমুখ।