UsharAlo logo
বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে ইয়াবাসহ ৫ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ২৩, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

শুক্রবার (২৩ এপ্রিল) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন বিক্রেতা গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ২৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদেরকে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ছোট বয়রা এলাকার শেখ আতিয়ার রহমানের ছেলে শেখ মুহাইমুনুল ইসলাম ওরফে রাজিব(২৪), একই এলাকার মৃত বাবুল মোল্যার ছেলে মেহেদী হাসান ওরফে লুসান(২৬), নাজিরঘাট এলাকার নুর ইসলামের ছেলে ইমরান হোসেন ওরফে রিয়াজ(৩০), ইসলামনগর এলাকার মৃত মোতলেব হোসেনের ছেলে মোঃ হায়দার আলী(৪২), পুলিশ ফাঁড়ি এলাকার লিটন মোল্লার ছেলে রনি মোল্লা(২৫)। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।