UsharAlo logo
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপি’র অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার চার

koushikkln
অক্টোবর ২৪, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি’র অভিযানে ৮৩ পিস ইয়াবা ও ৬শ গ্রাম গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে সোনাডাঙ্গা থানাধীন বিহারী কলোনী থেকে মনিরুজ্জামানের পুত্র মাদক বিক্রেতা মোঃ রানা বিশ্বাস, আড়ংঘাটা মোড়লপাড়া থেকে মৃত নাজির খানের পুত্র মোঃ সালাউদ্দিন খান (৪৩), আড়ংঘাটা থেকে মোঃ ইউনুচ শেখের পুত্র মোঃ আলমগীর শেখ (২৮) ও নিচখামার দরগাতলা থেকে মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ শামীম হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ও ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঊআ-বিএস