UsharAlo logo
শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
এপ্রিল ৭, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৩ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। বুধবার(৭ এপ্রিল) কেএমপি সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জন গ্রেফতার হয়েছে। এসময় এদের কাছ থেকে ৪৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর মৌলভীপাড়া এলাকার নাজমুল হকের ছেলে রেজানুল হক ওহিদ(২৪), বড় বয়রা জংশন রোড এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে মোঃ শেখ হাসিবুর রহমান লিমন(৩০) এবং বাগমারা আব্দুর রহিম সড়কের শেখ আলীর ছেলে চঞ্চল শেখ (৪৯)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)